বিনোদনের খবর: নিজ দল জাতীয় পার্টির হয়ে লাঙল মার্কায় ভোট চাইলেন মাসুদ পারভেজ সোহেল রানা যিনি বাংলা চলচ্চিত্রে সোহেল রানা হিসেবেই বেশি পরিচিত। সোমবার (১৫ অক্টোবর) যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম মোল্লার পক্ষে লাঙল মার্কায় ভোট চান তিনি।
জাতীয় পার্টির নির্বাচনী সভায় প্রধান অতিথি চিত্রনায়ক সোহেল রানা বলেন, ‘অনেক রাজনৈতিক দল ক্ষমতায় গেছে। কিন্তু জাপা আমলের সুশাসন ও উন্নয়ন কোনো রাজনৈতিক দল করতে পারেনি। মানুষের ভাগ্যের উন্নয়নও করতে পারেনি। তাই আবারও দেশের মানুষ সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের দিকে তাকিয়ে আছে। তারা চায় জাতীয় পার্টি ক্ষমতায় আসুক, এরশাদই হোক আগামীর রাষ্ট্রপতি।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোহেল রানা আরও বলেন, ‘সাবেক সফল রাষ্ট্রপতি এইচএম এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি সরকার আমলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছিল। মানুষের জানমালের নিরাপত্তা ছিল। মানুষের মুখে হাসি ছিল। সুশাসন ও উন্নয়নে এরশাদের সোনালী শাসনই ছিল সেরা ‘
যশোর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন যশোর জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী, যশোর সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও যশোর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চঞ্চল, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরণ, মহিলা বিষয়ক সম্পাদক পারুল নাহার আশা।
সমাবেশ শেষে প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানাসহ নেতারা লিফলেট বিতরণ করেন।
ভোট চাইলেন চিত্রনায়ক সোহেল রানা
পূর্ববর্তী পোস্ট