নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক স্বস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেছেন, অল্প বাজেটে এত সল্প সময়ে দেশের এই উন্নয়ন শেখ হাসিনার আমলেই সম্ভব। বিশ্বের দরবারে বাংলাদেশ এখন একটি উদাহরণ। শেখ হাসিনাই পারেন এবং তিনি তা করে দেখিয়েছেন। তার নেতৃত্বে দেশব্যাপী একযোগে এত উন্নয়ন করা হচ্ছে। সোমবার বিকালে আশাশুনি উপজেলার বাকড়া ফুটবল মাঠে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। শোভনালি ইউপি চেয়ারম্যান স ম মোনায়েম হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান, দেবহাটা উপজেলা অওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, জেলা পরিষদ সদস্য আছাফুর রহমান সেলিম, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালীম, দরগাপুর ইউপি চেয়ারম্যান শেখ মিয়ারাজ আলী, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার দীপ, চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, ফিংড়ি ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, আশাশুনি পূজা উৎযাপন কমিটির সভাপতি নীল কন্ঠ সোম, রাজেশ্বর দাস, সাংসদ প্রতিনিধি শম্বুজিৎ মন্ডল, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস প্রমুখ। উত্তেজনাকর ফাইনাল খেলায় দেবহাটা উপজেলার গাজীর হাট ফুটবল একাদশ তালা উপজেলা ফুটবল একাদশকে দুই শুন্য গোলে হারিয়ে বিজয়ী হয়েছে।সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ প্রতিযোগীতা পুর্ণ এই খেলা উপভোগ করে। বিজয়ী দলকে ১টি মটর সাইকেল ও ফ্রিজ উপহার দেওয়া হয়।