বিদেেশের খবর: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে জয় পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।
অপরদিকে, আট বছর পর নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্র্যাটরা।
ইতোমধ্যে পাওয়া ফলে নিম্নকক্ষের ২০৪টি আসন নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা আর রিপাবলিকানরা জয় পেয়েছে ১৮৭টি আসনে। হাউসে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন।
ওদিকে, সিনেটে এ পর্যন্ত পাওয়া ফলে ৫১টি আসনে জয় পেয়েছে রিপাবলিকানরা, এর মাধ্যমে তারা উচ্চকক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। অপরদিকে, ডেমোক্রেটরা এ পর্যন্ত জয় পেয়েছে ৪৪টি আসনে, এর মধ্যে দুই জন আবার স্বতন্ত্র প্রার্থী। ফল বাকি আছে আর ৫টি আসনের।
সিনেটে আধিপত্য ধরে রাখার মাধ্যমে রিপাবলিকানরা প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করতে সফল হবে, যার মধ্যে বিচারক নিয়োগ অন্যতম।
ইন্ডিয়ানা, মিজৌরি ও নর্থ ডাকোটায় রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের কাছে ধরাশায়ী হয়েছেন তিন ডেমোক্রেট সিনেটর। ফ্লোরিডার ডেমোক্র্যাট সিনেটর বিল নেলসনও পরাজিত হতে যাচ্ছেন বলে গণমাধ্যমের খবর। এতে মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে সিনেটে ডেমোক্র্যাটদের আসন আরও কমবে বলে ধারণা করা হচ্ছে।
তবে সিনেটের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলেও নিম্নকক্ষ হাউসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটরাই পাচ্ছে। ইতোমধ্যে পাওয়া ফলে নিম্নকক্ষের ২১৮টি আসন নিশ্চিত করেছে তারা, অপরদিকে রিপাবলিকানরা জয় পেয়েছে ১৯২টি আসনে। হাউসে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন।
এই কক্ষে ডেমোক্র্যাটরাই জয় পেতে যাচ্ছে বলে সবগুলো পূর্বাভাসে বলা হচ্ছে।
এনবিসি নিউজ সম্ভাব্য ফলের পূর্বাভাসে ডেমোক্র্যাটরা হাউসের ২২৯টি আসনে জয়ী হবে বলে বলা হয়েছে। রিপাবলিকানরা পাবে ২০৬টি আসন। যুক্তরাষ্ট্রের অন্যান্য গণমাধ্যমের পূর্বাভাসেও ডেমোক্র্যাটরা রিপাবলিকানের অধীনে থাকা ২৩টি আসন ছিনিয়ে নিয়ে হাউসে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করবে বলে জানিয়েছে।
এর মাধ্যমে ডেমোক্র্যাটরা হাউস কমিটির মাধ্যমে প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করতে পারবে, রিপাবলিকান বিল আটকে দিতে এবং সম্ভবত প্রেসিডেন্টকে ইমপিচমেন্টের মুখোমুখি করতে পারবে। প্রেসিডেন্টকে ইমপিচমেন্টের মুখোমুখি করতে হাউসে সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকলেই চলবে।