বিনোদনের খবর: চারদিকেই নির্বাচনী হাওয়া বইছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দল গুলোর নেতারা নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন কেনা সুরু করেছে। এবার ক্ষমতাশীল দলে দেখা গিয়েছে চলচ্চিত্র, সঙ্গীত ও ক্রিয়া অঙ্গনের অনেকেই মনোনয়ন পত্র কিনছেন। দেশের অন্য একটি দল বিএনপিও পিছিয়ে নেই। এবার বিএনপি থেকে মনোনয়নপত্র কিনলেন সঙ্গীত শিল্পী কনকচাঁপা।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনের জন্য বিএনপির প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন তিনি। সোমবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে জানিয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।
কনকচাঁপা বলেন, ‘আমি একজন গানের মানুষ। দীর্ঘদিন গান করে আসছি। গান ছাড়ছি না। তবে গানের পাশাপাশি গণমানুষের পাশে থাকতে চাই।’
নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আর দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনে না যাওয়ার অবস্থান থেকে সরে এসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ জন্য সোমবার (১২ নভেম্বর) সকাল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে তারা।