দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জোট নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের কাছে দুটি আসন চেয়েছে জাকের পার্টি। মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এ দাবি জানায় দলটি। বৈঠকে উপস্থিত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের কাছে রাজবাড়ী-১ ও ফরিদপুর-২ আসন চেয়েছে জাকের পার্টি। পার্টির চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী একটি প্রতিনিধি দল নিয়ে বৈঠকে অংশ নেন এবং এই দাবি জানান।
বৈঠকে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।
ফরিদপুর-২ আসনে বর্তমান সংসদ সদস্য রয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, রাজবাড়ী-১ আসনে সংসদ সদস্য রয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নবম সংসদে ৩৭টি আসনে প্রার্থী দিয়েছিল জাকের পার্টি। ওই নির্বাচনে এক লাখ ৩৪ হাজার ৯৩৩ ভোট পেয়েছিল দলটি। অষ্টম সংসদে চারটি আসনে প্রার্থী দিয়েছিল জাকের পার্টি। ওই নির্বাচনে এক হাজার ১৮১ ভোট পেয়েছিল দলটি। সপ্তম সংসদে ২৪১ টি আসনে প্রার্থী দিয়ে এক লাখ ৬৭ হাজার ৫৯৭ ভোট পেয়েছিল দলটি। ১৯৯১ সালে অনুষ্ঠিত নির্বাচনে ২৫১টি আসনে প্রার্থী দিয়ে ৪ লাখ ১৭ হাজার ৭৩৭ ভোট পেয়েছিল জাকের পার্টি।