কালিগঞ্জ ব্যুরো: “উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মুলমন্ত্র, শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বনার্ঢ্য শোভাযাত্র সাতক্ষীরা ৪-আসনের এমপি এস এম জগলুল হায়দার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের নেতৃত্বে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণে বিভিন্ন পর্যায়ের ৩১টি স্টোল পরিদর্শন করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রত্যান্ত অঞ্চালের সাধারণ মানুষের মাঝে তুলে ধরার লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে উন্নয়ন মেলার উদ্ভোধন ঘোষনা করা হয়। সারাদেশের ন্যায় জেলা ও উপজেলা পর্যায়ে প্রধানমন্ত্রীর গনভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উন্নয়ন মেলার প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান, অফিসার ইনচার্জ লস্কার জায়দুল হক, (ওসি) তদন্ত আব্দুল হাসেম, প্রকল্প কর্মকর্তা শাহারিয়ার মাহামুদ রঞ্জু, সিনিয়র কৃষি কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি বে-সরকরি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রী, এনজিও প্রতিনিধি, সুধি ও সাংবাদিক বৃন্দ। মেলা প্রাঙ্গণে উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় মনোজ্ঞ সাংগীত পরিবেশন করা হয়।
পূর্ববর্তী পোস্ট