তালা প্রতিনিধি: ‘উন্নয়নের জন্য গণতন্ত্র- শেখ হাসিনার মূলমন্ত্র’ এই প্রতিপাদ্য সামনে রেখে রূপকল্প- ২০২১ এবং ভিশন-২০৪১ তথা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সাফল্য সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে সোমবার (৯ জানুয়ারী) থেকে সারা দেশের ন্যায় সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা’ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা তিনটায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত মেলা পরিদর্শন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, তালা থানার ওসি মোঃ হাসান হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ও রিপোটার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমুখ। তিন দিনব্যাপী উক্ত উন্নয়ন মেলায় ৪২ টি ষ্টল তাদের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করছে। এছাড়া সকালে মেলা উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।