দেশের খবর: ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের ফেনী অংশের শর্শদী রেলগেট এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের চারজন যাত্রী নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই বাসটি রেলক্রসিংয়ে উঠে গেলে তখন সেটিকে ধাক্কা দেয় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি। এতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কৈখালী খালী এলাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শর্শদী রেলগেট পার হওয়ার সময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে বাসটি। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত ও আরো অন্তত বেশ কয়েকজন আহত হয়েছেন।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরব আলী দুর্ঘটনার বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ফেনীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।