নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কামালনগরে ড্রেণ ও সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০২ ডিসেম্বর) পৌরসভার ০৮ নং ওয়ার্ডের দক্ষিণ কামালনগরে প্রধান অতিথি হিসেবে ড্রেণ ও সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
দক্ষিণ কামালনগরে মোত্তালেবের বাড়ি হতে আব্দুস সামাদের বাড়ি পর্যন্ত হয়ে ভায়া ইটাগাছা আবুলের বাড়ি পর্যন্ত ১ হাজার ২০ ফুট ড্রেণ ও সিসি ঢালাই রাস্তা ১২ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা পৌরসভার অর্থায়ণে নির্মাণ করা হচ্ছে। কড়াই থেকে সিসি ঢালাইয়ের নির্মাণ সামগ্রী ঢেলে উদ্বোধন করেন পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দ। ড্রেণ ও সিসি ঢালাই রাস্তাটি নির্মাণ হলে ঐ এলাকার হাজার হাজার মানুষ চলাচলের সুবিধা ও জলাবদ্ধতার হাত থেকে রেহাই পাবে। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, পৌরসভার ০৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রমজান আলী, পৌরসভার শ্রকি ইউনিয়নের সভাপতি আব্দুল আজিজ, আব্দুল হান্নান, মো. আবুল কালাম, আব্দুস সামাদ, আব্দুর রশিদ, ফজলুর রহমান, মোন্তাজ সরদার, রফিকুল গাজী, সাদ্দাম হোসেন, মফিজুল ইসলাম, কামরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সাতক্ষীরার কামালনগরে ড্রেণ ও সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট