নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪টি আসনের ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার এস এম মোস্তফা কামাল। রোববার বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় এই বাতিল আদেশ দেন। তার মধ্যে সাতক্ষীরা-১ আসনে ৫জন, ২ আসনে ১জন এবং ৪ আসনে ১ জনের মনোনয়ন বাতিলা করা হয়।
সাতক্ষীরা- ১ আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হচ্ছেন (স্বতন্ত্র) আওয়ামী লীগ নেতা বি এম নজরুল ইসলাম, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সরদার মুজিবুর রহমান, জেলা কৃষকলীগ নেতা বিশ্বজিত সাধু ও ন্যাপ নেতা হায়দার আলী শান্ত। এর আগে গত ২৮ নভেম্বর আসনটি থেকে ১৪ জন প্রার্থী মনোয়ন জমাদেন।
ফলে আসনটিতে যে ৯ জন প্রার্থী হিসেবে টিকে রইল তারা হলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত বর্তমান এমপি প্রার্থী এড. মুস্তÍফা লুৎফুল্লাহ, বিএনপিসহ ২৩ দল মনোনীত একক প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব,সাবেক এমপি আওয়ামী লীগ নেতা প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ দিদার বখত, জাসদ মনোনীত প্রার্থী ওবায়দুস সুলতান বাবলু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রাথী এফ এম আসাদুল হক, বাম গণতান্ত্রিক জোটের কমরেড আজিজুর রহমান, বিএনপি নেতা শাহানারা পারভিন, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির আবদুর রশিদ।
সাতক্ষীরা-২ (সদর) আসনে জেএসডি নেতা আফসার আলীর মনোনয়ন বাতিল করা হয়। এ আসন থেকে মনোয়নপত্র জমা দেন ১১ জন প্রার্থী। এক জনের মনোয়ন বাতিল হওয়াতে বৈধ প্রার্থী রইল ১০ জন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত বর্তমান এমপি মীর মোস্তাক আহমেদ রবি, জাতীয় পার্টি মনোনীত প্রাথী শেখ আজহার হোসেন,২৩ দল মনোনিত জামায়াতের প্রার্থী মুহাদ্দীস আব্দুল খালেক, জাতীয় পার্টি নেতা শেখ মাতলুব হোসেন লিয়ন, বিএনপি মনোনীত প্রার্থী এইচ এম রহমাতুল্লাহ, নাগরিকঐক্য নেতা এড. রবিউল ইসলাম খান, বাম গণতান্ত্রিক জোট (বাসদ) নেতা নিত্যানন্দ সরকার,বিএনপির তারিকুল হাসান,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি রবিউল ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির জুলফিকার রহমান ও বিএনপি নেতা আব্দুল আলিম।
সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জের একাংশ) আসনে দাখিলকৃত সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার এস এম মোস্তফা কামাল। এ আসন থেকে মনোয়নপত্র জমা দেন ৪ জন প্রার্থী। এদের মধ্যে বর্তমান এমপি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা ডা: আ ফ ম রুহুল হক, ২৩ দল মনোনিত জামায়াতের জেলা মুফতি রবিউল বাশার, বিএনপির মনোনীত প্রাথীী ডা: শহিদুল আলম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ইসহাক আলী।
এছাড়া সাতক্ষীরা-৪ (শ্যামনগর,কালিগঞ্জেরএকাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। এর আগে গত ২৮ নভেম্বর আসনটিতে ৯ জন প্রার্থী মনোয়ন দাখিল করেন। যাচাই বাছায়ের পর বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্র্থী বর্তমান এমপি এস এম জগলুল হায়দার, বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন,২৩ দলীয় জোট মনোনিত জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, যুক্তফ্রন্ট নেতা (বিকল্পধারা) এইচ এম গোলাম রেজা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার মোড়ল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আব্দুল করিম, বিএনপির এড. আব্দুস সালাম খান, স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম জোয়াদ্দার।
জানাগেছে, বাতিল প্রার্থীদের মধ্যে বিশ^জিত সাধুর সাতক্ষীরা জনতা ব্যাংকে ঋণ খেলাপি, সরদার মুজিব মনোনয়ন ফরমে ৯% ভোটারের স্বাক্ষর দেননি, নুরুল ইসলামের সম্পত্তির হিসাবে গড়মিল ও কাগজপত্রে সমস্যা, বিএম নজরুল ইসলাম সঠিক নিয়মে ফরম পূরণ করতে না পারা, হায়দার আলী শান্ত মনোনয়ন ফরমের একটি পাতা পূরণ না করা এবং খলিলুর রহমান ও আফসার আলীর ফরম পূরনে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এস এম মোস্তাফা কামাল এতথ্য নিশ্চিত করেন। চুড়ান্ত বাছায়ে ত্রুটি থাকায় ৭ জন প্রার্থীও মনোয়ন বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার । ফলে সাতক্ষীরার চারটি আসনে মোট ৩৮ টি মনোনয়নপত্রে মধ্যে ৩১টি বৈধ মনোয়ন জমা হয়েছে জেলা জলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে। মনোনয়ন পত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও ত্রুটিপূর্ণ তথ্য থাকায় ৭ জনের মনোয়ন পত্র বাতিল করা হয়।
সাতক্ষীরায় ৪টি আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
পূর্ববর্তী পোস্ট