কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ “বাল্য বিবাহ, মাদক ও জঙ্গীবাদকে না বলুন” এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় একতা যুব সংঘের আয়োজনে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের চত্ত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম আলী‘র সভাপতিত্ব এবং সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহীমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার অমল কুমার রায়, প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তারালী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হুদা কবির খোকন, সমাজ সেবক আলহাজ্ব আব্দুল গফুর। বাল্যবিয়ে, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, জিল¬ুলর রহমান, আলাউদ্দিন বিশ্বাস, শফিকুল ইসলাম, কালিগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শেখ তৌহিদুর রহমান, বিশিষ্ঠ ব্যবসায়ী বরুণ কুমার ঘোষ, আশরাফুল বারী, একতা যুব সংঘের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম মিলনসহ সকল সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে বহিরাগত শিল্পীদের সমন্বয়ে গভীর রাত ব্যাপি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
পূর্ববর্তী পোস্ট