মোঃ নুরুজ্জামান, শ্যামনগর থেকে : শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের প্রশান্ত মন্ডলের স্ত্রী নিলিমা রানির বিরুদ্ধে জমি বিক্রয়ের নাম করে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার বাদঘাটা গ্রামের আলহাজ্ব মুনসুর রহমানের পুত্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানের কাছ থেকে চন্ডিপুর গ্রামের প্রশান্ত কুমার মন্ডলের স্ত্রী নিলিমা রানী ও তার সহযোগী আশিষ কুমার হালদার দাদপুর মৌজা থেকে ৮৪ শতক জমি বিক্রয়ের নাম করে ১৫ লক্ষ টাকা জমির বায়নাপত্র করে দেয়। এবং উক্ত জমি শিক্ষক মিজানুর রহমানকে দখলে দিয়ে দেয়। কিন্তু নিলিমা রানী ও তার সহযোগী আশিষ কুমার হালদার উক্ত জমির দলিল না করে বিভিন্ন তালবাহানা শুরু করে দিলে শিক্ষক মিজানুর সাতক্ষীরা আদালতে একটি মামলা করেন। যার নং ১৫৪২/১৮ তারিখ ইংরেজি ২৪/১০/১৮। এদিকে উক্ত জমি শিক্ষক মিজানুরের দখলে থাকায় তিনি ধান্য রোপন করেছিলেন। সম্প্রতি নিলিমা রানি সহ তার দলবল উক্ত জমিতে লাগানো ধান্য ফসল কেটে নেবে বলে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে । সে কারনে আদালত শ্যামনগর থানা অফিসার ইনচার্জকে শান্তি শৃংখলা রক্ষা করতে নির্দেশ দিয়েছেন। নিলিমা রানি প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। ভূক্তভোগী মিজানুর অভিযোগ করে বলেন নিলিমা রানী ওই সম্পত্তি বায়না পত্র ফিরিয়ে দিতে বিভিন্ন প্রভাবশালী মহল দিয়ে চাপ প্রয়োগ করছে। আমি এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। এই বিষয়ে নিলিমা রানীর কাছে জানতে চাইলে তিনি বলেন, মিজানুর রহমান ষড়যন্ত্র করে ভুয়া বায়নাপত্র বানিয়ে আমার নামে মিথ্যা মামলা করেছে।
শ্যামনগরে জমি বিক্রয়ের নামে অর্থ আত্মসাতের অভিযোগ
পূর্ববর্তী পোস্ট