বিনোদনের খবর: উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে ব্যাংককে নেওয়া হয় আমজাদ হোসেনকে। ২৮ নভেম্বর থেকে সেখানকার বামরুনগ্রাদ হাসপাতালে চলছে তাঁর চিকিৎসা। সঙ্গে আছেন বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল। তিনি জানালেন আশার খবর, গুণী এই চলচ্চিত্রকারের হার্টবিট ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আছে। ফুসফুসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে। তবে ডাক্তাররা চিন্তায় আছেন মস্তিষ্ক নিয়ে। দোদুল বলেন, ‘রক্তক্ষরণের কারণে বাবার মস্তিষ্কের কিছু অংশ ড্যামেজ হয়ে গেছে। ডাক্তাররা অপারেশন করার জন্য প্রতিদিনই সিটিস্ক্যান করাচ্ছেন। কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না আনুষঙ্গিক বেশ কিছু কারণে। এই মুহূর্তে অস্ত্রোপচার করলে তাঁর শরীর ভার বইতে পারবে কি না সেটা নিয়েও তাঁরা চিন্তায় আছেন। তবে আমাদের আশা রাখতে বলেছেন। সেখানকার ডাক্তাররা এরই মধ্যে জেনে গেছেন, বাবা বাংলাদেশের গুণী একজন মানুষ। তাই বিশেষ গুরুত্বসহকারে দেখভাল করছেন।’
আমজাদ হোসেনের শারীরিক অবস্থার উন্নতি
পূর্ববর্তী পোস্ট