আব্দুল আলিম,শ্যামনগর: শ্যামনগর উপজেলার ঐহিত্যবাহী অন্যতম পর্যটন কেন্দ্র নীলডুমুর বাজার প্রতি বছর শীতমৌসুমে বিশ্ব ঐহিত্য সুন্দরবন ভ্রমনের জন্য হাজার হাজার পর্যটক এখানে আসে। নীলডুমুর বাজারটিকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে আজ সোমবার (৩রা ডিসেম্বর) সকাল ১০.০০ টার সময় বুড়িগোয়ালিনী সিডিও ইয়ুথ টিম ও এসিপি মিডিয়া টিভির সদস্য বৃন্দ নীলডুমুর বাজারকে পরিচ্ছন্ন মুক্ত রাখতে। পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিডিও ইয়ুথ টিমের বুড়িগোয়ালিনী ইউনিয়নের সভাপতি দিপক মিস্ত্রী। প্রধান আলোচক হিসাবে উপস্তিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের শ্যামনগর উপজেলার আহবায়ক মারুফ বিল্লাহ (রুবেল)। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন বি জি বি সিও মহোদ্বয়ের প্রতিনিধি ইসমাইল হোসেন ও বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি পুলিশসদস্য বেলাল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের শ্যামনগর উপজেলার সদস্য সচিব আব্দুল আলিম, ডিয়ার্স বাংলাদেশের পরিচালক এম এম আব্দুল্লাহ আল মামুন, । পরিবেশ বাদী সংগঠন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক এস এম সাহেব আলী। এসিপি মিডিয়া টিভির চেয়ারম্যান ও সিডিও ইয়ুথ টিমৈর বুড়িগোয়ালিনীর সাধারন সম্পাদক আবু ইসাহাক। মেহেদি হাসান ভাইস চেয়ারম্যান এসিপি মিডিয়া টিভি। আশরাফুল আলম (শিমুল)। হাবিবুর রহমান,হেলাল হোসেন,মিকাইল, আফরোজা পারভীন,আবু সুফিয়ান,মহাসিন আলম,মাহফিজুর রহমান,আবু হামজা আমীর, শাহিন আলম, মোস্তাফিজুর রহমান,আসিকুর রহমান