নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে তিন বাংলাদেশি চোরাচালানীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তাদেরকে এখন পর্যন্ত ফেরত দেয়নি ভারতীয়রা।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে সাতক্ষীরার কাকডাঙ্গায় সোনাই নদী সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এর কাছে।
বিজিবির কাকডাঙ্গা বিওপি কমান্ডার সুবেদার হায়দার আলি জানান বিএসএফএর হাতে আটক তিন চোরাচালানির দুইজনের নাম জানা গেছে। এরা হচ্ছে সদর উপজেলার রেউই গ্রামের তজিবর রহমান ও বাবু হাসান। অপরজন প্রতিবন্ধী।
তিনি জানান, সকালে তারা বাংলাদেশ থেকে ভারতে সুপারী পাচারের চেষ্টা করছিল। এ সময় বিজিবির টহল দল তাদের বাধা দিতে স্পিড বোট নিয়ে তাড়া করে। চেরাচালানিরা দ্রুত নদী সাঁতরে ভারতীয় এলাকার মধ্যে চলে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
বিজিবি সুবেদার বলেন এ বিষয়ে তার সাথে ভারতের তারালি বিএসএফ কোম্পানি কমান্ডার এসি মনোজ কুমারের আলোচনা হয়েছে। তিনি তাদেরকে ফেরত দেবেন বলে জানিয়েছিলেন। অথচ সকাল খেকে এখন পর্যন্ত তাদের ফেরত দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, রাত টায় বিএসএফ জানিয়েছে আটক তিন বাংলাদেশিকে সে দেশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বরুপনগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট