প্রেস বিজ্ঞপ্তি : কারিতাস সাতক্ষীরা আলোঘর (লাইটহাউজ) প্রকল্পের সাথে স্থানীয় সরকার প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সাতক্ষীরা পৌর ০৪নং ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। বিশেষ অতিথি ৪,৫,৬ নং ওয়ার্ড কাউন্সিলর অনিমা রানী মন্ডল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহিনুর রহমান, সিডো নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখে কারিতাস কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এলাকা সমন্বয়কারী মিঃ তাপস হাজরা। প্রধান অতিথি আলহাজ্ব কাজী ফিরোজ হাসান বলেন, কারিতাস একটি জনহিতৈষী সংস্থা যা সকল ধর্ম বর্ন ও অবহেলিত মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এই কার্যক্রমের মাধ্যমে আত্ম মানবতা ও সেবা আরো গতিশীল হোক এবং কারিতাসের কার্যক্রমের সাথে আমাদের সার্বিক সহযোগিতা ও সম্পৃক্ত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত বক্তরা কারিতাসের কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে একধরনের কার্যক্রম চলমান রাখার জন্য কারিতাসের সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিঃ রিচার্ড বিশ্বাস, এডুকেশন সুপারভাইজার, আলোঘর প্রকল্প, কারিতাস সাতক্ষীরা।
আলোঘর“কারিতাস” প্রকল্পের মতবিনিময় সভা
পূর্ববর্তী পোস্ট