বিদেশের খবর: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে গুলি ও বোমা হামলায় তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে- জয়নগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ির চালক সেলিম খান, সইফুদ্দিন খান নামে এক তৃণমূল কর্মী এবং স্থানীয় এক যুবক।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জয়নগরের দুর্গাপুর পেট্রোল পাম্পের কাছে ওই নেতার গাড়ি বহরে এই হামলা চালানো হয়।
প্রাথমিক ভাবে জানা গেছে, এদিন সকালে জয়নগর ব্লকের একাধিক জায়গায় বৈঠক ও অনুষ্ঠান সেরে সন্ধ্যায় বহরু এলাকায় দলীয় কার্যালয়ে যান বিশ্বনাথ দাস।
এদিকে, ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজনা কমাতে এবং নতুন করে সহিংসতা ঠেকাতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্বৃত্তদের সন্ধানে অভিযান শুরু হয়েছে।