অনলাইন ডেস্ক: ভারতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আয়ের দিক থেকে শীর্ষে ক্ষমতাসীন দল বিজেপি। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিপিএম। গরীব দল হিসেবে স্থান পেয়েছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনে জমা দেওয়া আয়কর রিটার্ন থেকে এসব তথ্য জানা গেছে। কংগ্রেস দল এখনো আয়কর রিটার্ন দাখিল করেনি।
ছয়টি রাজনৈতিক দলের ২০১৭-১৮ আর্থিক বছরের আয়-ব্যয়ের হিসেব প্রকাশ্যে এনেছে নির্বাচনী ও রাজনৈতিক সংস্কার নিয়ে কাজ করা সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। সংস্থার প্রকাশিত ছয়টি দলের আয়-ব্যয়ের হিসেবের ক্রম তালিকায় পঞ্চম স্থানে তৃণমূল কংগ্রেস। কেবল বাম দল সিপিআই এর উপরে।
তৃণমূলের জমা দেওয়া রিটার্ন থেকে দেখা গেছে, গত আর্থিক বছরে আয় ৫ দশমিক ১৭ কোটি রূপি এবং খরচ হয়েছে ১ দশমিক ৭৬ কোটি। তালিকায় সবচেয়ে বেশি আয় বিজেপির ১ হাজার ২৭ দশমিক ৩৩৯ কোটি রূপি। এ সময়ে গেরুয়া দলটি খরচ করেছে ৭৫৭ দশমিক ৪৭ কোটি।
পরিসংখ্যান পাওয়া দলগুলির মধ্যে বিজেপির পরে ক্রমান্বয়ে রয়েছে সিপিএম, বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং ন্যাশনালাস্টি কংগ্রেস পার্টি (এনসিপি)। -আনন্দবাজার পত্রিকা