চাম্পাফুল প্রতিনিধি: চাম্পাফুল আচার্য্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে ২৪ জানুয়ারি সকাল ৯ টা থেকে ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের অনুমতিক্রমে ২৪ জানুয়ারি সকাল ৯ টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবোধ কুমার মন্ডল, আল. জামাল উদ্দীন সানা, চাম্পাফুল প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান, সাবেক শিক্ষক জগন্নাথ পাল, আজিজুল হাকিম, আবুল কালাম, চাম্পাফুল স.প্রা.বির প্রধান শিক্ষক শেখ শাহেদ নওয়াজ, ডাঃ আবুবক্কার সিদ্দিক, আব্দুল হামিদ মোল্যাসহ অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুষ্ঠানের সভাপতি স.ম. আবুল খায়েরের শুভেচ্ছা বক্তব্যের পর বিদ্যালয়ের স্কাউটস্ ও গার্লস গাইড কর্তৃক কুচকাওয়াজ প্রদর্শন হয়। সকাল ১০:১৫ টার সময় ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। সব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
পূর্ববর্তী পোস্ট