দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হচ্ছে আগামী ২৮ ডিসেম্বর মধ্যরাতে (রাত ১২টা)। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ওই সময়ের পর থেকে ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের আগে সব ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন সংক্রান্ত প্রচারণা ও বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এ সম্পর্কিত টকশো বা আলোচনার বিষয়ে ইসি এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেয়নি। এ নিয়ে রাজনৈতিক দলগুলোসহ নির্বাচন-সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
নির্বাচন ও রাজনীতি বিশ্লেষকদের মতে, ২৮ ডিসেম্বর রাত ১২টার পর থেকে প্রার্থীদের প্রচারণা বন্ধ থাকছে। তবে বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে ফেসবুক-টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া নির্বাচন সংক্রান্ত পোস্ট, মন্তব্য, শেয়ারিং, ভিডিওবার্তাও প্রচারণার অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে গুজব ছড়ানোর পাশাপাশি অনেক প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার কিংবা চরিত্র হননের ঘটনাও ঘটছে। যার কারণে এদিকেও ইসির মনোযোগ দেওয়া ছাড়াও একটি সুনির্দিষ্ট নির্দেশনা থাকা জরুরি।
এছাড়া নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পর এ নিয়ে টিভি টকশো বা আলোচনা অনুষ্ঠানের বিষয়েও ইসির স্পষ্ট নির্দেশনা থাকা উচিত। তা না হলে এসব অনুষ্ঠানেও বিভিন্ন দলের নেতারা ও দলপন্থীরা প্রার্থীদের পক্ষে-বিপক্ষে নানা কথা বলার সুযোগ পাবেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।