নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের রসুলপুর মাঠে এ.এফ.সি’র আটিফিশিয়াল টার্ফ স্থাপনের লক্ষ্যে ইটালী লিমন্টা স্পোর্টস প্রতিনিধি দলের আগমন ঘটেছে। সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের বহুল প্রতিক্ষিত দাবির প্রেক্ষিতে আটিফিশিয়াল টার্ফ নির্মানের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে রসুলপুর মাঠে এ আটিফিশিয়াল টার্ফ এর মাঠ পরিদর্শণ করেছেন। আটিফিশিয়াল টার্ফ স্থাপনের ক্ষেত্রে দেশের ৬৪ জেলার মধ্যে ৩ টি জেলাকে নির্বাচন করা হয়েছে। তিনটি জেলার মধ্যে সাতক্ষীরা জেলা স্থান পেয়েছে। এরই ফলশ্রুতিতে এ.এফ.সি ও বাফুফের প্রতিনিধি দল মাঠটি পরিদর্শণ ও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এ জেলায় আটিফিশিয়াল টার্ফ পূণাঙ্গ রুপ দিতে পারলে ক্রীড়াঙ্গনে জেলা ফুটবল এসোসিয়েশন ক্রীড়া ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। খেলোয়াড়রা বছর জুড়ে এ আটিফিশিয়াল টার্ফ এ প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। রোদ-বৃষ্টি ঝড়ে প্রতিকূল অবস্থার মধ্যে ও খেলোয়াড়রা তাদের লক্ষ্যে পৌছানোর জন্য নিয়মিত খেলতে পারবে। এখান থেকে দেশের প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বেড়িয়ে আসবে এবং ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা সৃষ্টি হবে। মাঠ পরিদর্শণের সময় ইটালী লিমন্টা স্পোর্টস প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন এ.এফ.সি ইটালী লিমন্টা স্পোর্টস এর প্রতিনিধি রবারটো টিয়ানি, ক্লাব ডেভেলপমেন্ট এন্ড ইন্টিগ্রিটি অফিসার মো. মাজহারুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ এজেন্ট আসফারুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, মিজানুর রহমান খান, ইঞ্জিনিয়ার কবীর উদ্দীন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, হাফিজুর রহমান খান বিটুসহ প্রতিনিধি দলের সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট