দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে সন্ধ্যা ৬টায় নিজেদের ‘সিদ্ধান্ত’ জানাবে জাতীয় ঐক্যফ্রন্ট। জানালেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ের নিচে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
রোববার দুপুরে মতিঝিলে গণফোরাম কার্যালয়ে ড. কামাল বলেন, সারাদেশ থেকে আমরা প্রচুর অনিয়মের খবর পাচ্ছি। ভোটগ্রহণে ব্যাপক কারচুপি চলছে বলে জানিয়েছেন তারা। প্রতিবাদ করতে গেলে মারধর ও হামলার শিকার হচ্ছেন। সামান্য অভিযোগেই গ্রেপ্তার হচ্ছেন।
তিনি বলেন, এ নিয়ে আমরা আরও ডেটা সংগ্রহ করছি। এগুলো নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসব। বৈঠক শেষে সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করে ‘সিদ্ধান্ত’ জানাব।
এর আগে সকালে রাজধানীর ভিকারুন নিসা স্কুল কেন্দ্রে ভোট দেন ড. কামাল। ভোটদান শেষে তিনি বলেন, গোটা দেশ থেকে আমাদের প্রার্থীরা জানাচ্ছেন, তাদের এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। অনেক কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা দেয়া হচ্ছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
সন্ধ্যা ৬টায় ‘সিদ্ধান্ত’ জানাবে ঐক্যফ্রন্ট: ড. কামাল
পূর্ববর্তী পোস্ট