বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদে ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বড়দল টু মানিকখালী রাস্তার পাশের সরকারি সম্পত্তির গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে দেখাগেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি দপ্তর গুলো ও প্রশাসন যখন নির্বাচনী কাজে ব্যাস্ত ঠিক সে সুযোগটা কাজে লাগিয়ে বেআইনি ভাবে এ সরকারি রাস্তার খাস জমির গাছ কর্তন করা হয়েছে। ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত: ভৈরব চন্দ্রের পুত্র দেবব্রত মন্ডল ওরফে কুট্টি খাস সম্পত্তির এ গাছ কর্তন করেছে বলে জানিয়েছে স্থানীয়রা। কর্তনকৃত মেহগনি গাছের মূল্য অনুঃ ৯ হাজার টাকা বলে জানিয়েছে একাধিক সূত্র। এ বিষয়ে দেবব্রত মন্ডল প্রতিবেদককে জানান, গাছটি আমার রেকর্ডিও সম্পত্তির পাশে বলে আমি সেটা কেটেছি। বড়দল ইউনিয়ন ভুমি কর্মকর্তা রনজিৎ কুমার মন্ডল জানান, গাছটি কর্তনের পর আমি জানতে পেরেই দেবব্রত মন্ডলকে বলেছিলাম গাছটি অন্যাত্র না সরিয়ে ফেলার জন্য। তাকে বলেছিলাম আমি নির্বাচনের ডিউটি থেকে ফিরে ব্যবস্থা নেব। কিন্তু সে আমার কথা না মেনে গাছটি ছমিলে নিয়ে কেটে ফেলেছে।
পূর্ববর্তী পোস্ট