নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা জেলার সকল বেসরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মধ্যে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় শীর্ষ স্থান অধিকার করে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টির প্রতিষ্ঠার ৫০ বছরে এ সাফল্য পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দকে আনন্দে উদ্ভাসিত করেছে। সাফল্যের ধারাবাহিকতা রক্ষার আহবান জানিয়ে বছরের প্রথমে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী এ কথা বলেন। বুধবার সকাল ১০টায় শহরের মুনজিতপুর বিদ্যালয়টির হলরুমে ২০১৯ সালের ৮র্ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রহমান উল্লাসেরর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, শিক্ষক তৌয়েবুর রহমান তুহিন, নাজমুন লায়লা বিথিসহ ২০১৯ সালের ৮র্ম শ্রেনীর শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। সমাবেশে প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী আরো বলেন, ২০১৬, ২০১৭ সালের জে.এস.সি এবং ২০১৭, ২০১৮ সালের এস.এস.সি পরীক্ষায় সাতক্ষীরা সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করে কৃতিত্ব অর্জন করে। এবছর ২০১৮ সালের জে এস সি পরীক্ষায় সাতক্ষীরা জেলার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। বিদ্যালয়টি থেকে মোট ১৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে এ প্লাস পেয়েছে ১১ জন, এ গ্রেড পেয়েছে ৩৯ জন, এ মাইনাস পেয়েছে ২৬ জন, বি গ্রেড পেয়েছে ৩১ জন, সি গ্রেড পেয়েছে ৩৩ জন। শতকরা ৯৮ শতাংশ কৃতকার্য হয়েছে।
অভিভাবক সমাবেশের পূর্বে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে মাদকের ভয়াবহতার বিষয়ে আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ।
সাতক্ষীরা নবারুণ বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
পূর্ববর্তী পোস্ট