প্রেসবিজ্ঞপ্তি : ৩১ জানুয়ারি খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আধিদপ্তর আয়োজিত মাদকবিরোধী অভিযান ও বিশেষ প্রচারণা মাস ২০১৭ উপলক্ষ্যে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা এর অডিটোরিয়ামে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা’র উপ-উপাচার্য প্রফেসর মোঃ গোলাম মরতুজা। সে সময় তিনি বলেন মাদকদ্রব্যর ব্যবহারের বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী সোচ্ছার আছে। আর তার সঙ্গে সবাই যার যার অবস্থান থেকে সচেতন হলে মাদকমুক্ত সমাজ গঠন সহজ হবে। বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মেডিকেল কলেজের সাবেক বিভাগীয় প্রধান মনোরোগ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ ধীরাজ মোহন বিশ্বাস, বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিচালক পারভীন আখতার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ইনচার্জ) প্রফেসর মোঃ ইব্রাহিম।
পূর্ববর্তী পোস্ট