স্পোর্টস ডেস্ক: প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে লা লিগায় গেতাফেকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সে উড়ে আসা বল প্রথম ছোঁয়ায় সামনে বাড়িয়ে দুরূহ কোণ থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন লিওনেল মেসি।
৩৯তম মিনিটে ডান দিক থেকে মেসির ফ্রি-কিক ঠিকমতো বিপদমুক্ত করতে ব্যর্থ হয় গেতাফের রক্ষণভাগ। বল চলে যায় ডি-বক্সের বাইরে লুইস সুয়ারেসের পায়ে। ডান পায়ের জোরালো ভলিতে কাছের পোস্ট ঘেঁষে বল ঠিকানায় পাঠান উরুগুয়ের এই স্ট্রাইকার।
বিরতির আগে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে রাখে গেতাফে। সতীর্থের ক্রস গোলমুখে পেয়ে অনায়াসে বল জালে ঠেলে দেন স্প্যানিশ ফরোয়ার্ড হাইমে মাতা। খেলার বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা।
মেসি-সুয়ারেসের নৈপুণ্যে বার্সার জয়
পূর্ববর্তী পোস্ট