অপ্রতিম: সাতক্ষীরা তলুইগাছা সীমান্ত থেকে আজ শুক্রবার সকালে ১৬ কেজি ৩১৬ গ্রাম সোনা ও একটি মটরসাইকেলসহ এক পাচারকারীকে আটক করেছে সাতক্ষীরা ৩৮ বিজিবি।
আটক ব্যক্তির নাম আলিউজ্জামান। সে কেড়াগাছী গ্রামের শফিকুলের পুত্র। আলিউজ্জামান উক্ত সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটককৃত মটর সাইকেলটির নম্বর সাতক্ষীরা হ-১২৮০৫৮।
তলুইগাছা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল কাশেম ডেইলি সাতক্ষীরাকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
বিস্তারিত পরে আসছে…

