নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়ায় নাসিমবিল্লাহ নামের এক শিশুকে তার বিমাতা ভাই গলা টিপে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রোববার বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের আটুলিয়া গ্রামে। নিহত নাছিম বিল্লাহ (০৬) আটুলিয়া গ্রামের হাসেম আলী গাজির ছেলে। এ ঘটনায় দুপুরে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় সৎ মা হামিদা খাতুনকে আটক করেছে পুলিশ। তবে হত্যাকারী সৎ ভাই রাসেল পালিয়ে গেছে। এলাকাবাসি ও নিহতের খালা নাসরিন সুলতানা জানান, বিগত ৫ বছর আগে আটুলিয়া গ্রামের হাসেম আলী তার বড় বউ হামিদা খাতুনকে তালাক দেয়। হামিদার এই ঘরে রাসেল ও লামিয়া নামের দুটি সন্তান রয়েছে। ্হামিদা তাদের নিয়ে অন্যত্র চলে যায়। কিছুদিন পর হামিদা অন্য জায়গায় বিয়ে করে ঘর সংসার করে আসছিল। সম্প্রতি রাসেল প্রায় সময় তার ছোট মা নাছিমা খাতুনের কাছে বেড়াতে যায় এবং দুই ২/১ দিন থাকার পর আবার চলে আসে। রাসেল তার মায়ের নিকট যাওয়া-আসার পর থেকে প্রায় সময় খুঁটিনাটি বিষয় নিয়ে তার ছোট মায়ের (সৎ মা নাছিমার) সাথে গোলযোগ করে এবং অশ্রব্য ভাষায় গালিগালাজ করে এবং নাসিমকে মেরে ফেলার হুমকী দেয়। এরই জের ধরে ছোট মা নাছিমা খাতুন বাড়ির পাশ্ববর্তী পটলের খেতে গেলে রাসেল তার সৎ ভাই নাসিমকে ঘরের ভিতরে ঢুকিয়ে গলা টিপে হত্যা করে দরজায় তালা মেরে পালিয়ে যায়। পরে বেলা ১২ টার দিকে নাছিমের মা পটলের ক্ষেত থেকে ফিরে ছেলেকে খুঁজতে থাকে। কিন্তু কোথাও খুঁজে না পেয়ে ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখতে পায় তার ছেলেকে গলাটিপে হত্যা করে কাপড় রাখার আলনা পেছনে লুকিয়ে রেখেছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিযৈ শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শিশুটির মা নাছিমা খাতুন জানান, রাসেলের মায়ের ষড়যন্ত্রে আমার ছেলেকে রাসেল এভাবে হত্যা করা হয়েছে। এ সময় রাসেল ও তার মা হামিদা খাতুরের বিচার দাবি করেন তিনি। খোরদো পুলিশ ফাঁিড়র ইনচার্জ হাসানুজ্জামান হাসান জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) আখতারুজ্জামান জানান, খবর পেয়েই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তিনি আরো জানান, এ ঘটনায় সৎ মা হামিদা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছিল।
পূর্ববর্তী পোস্ট