নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে অভয়ারণ্য এলাকায় প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার সময় ৩ জেলেকে আটক করেছেন দো-বেকী বন অফিসের সদস্যরা। সোমবার সকালে সুন্দরবনে মালঞ্চ নদী থেকে উক্ত জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নে বুড়িগোয়ালীনি গ্রামে মৃত ছবির উদ্দীন মোড়লের ছেলে শফিকুল ইসলাম, মাহমুদ সরদারের ছেলে শুকুর আলী ও গাবুরা ইউনিয়নে ডুমুরিয়া গ্রামে সামসুর রহমান গাজীর ছেলে মোজাম্মেল গাজী। খুলনা বিভাগীয় বন সংরক্ষক ডিএফও সাঈদ আলী জানান, প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার দায়ে উক্ত তিন জেলেকে আটক করা হয়। তিনি আরো জানান, এ সময় ঘটনাস্থল থেকে একটি ট্রলার ও কাঁকড়া সহ আনুসাঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়। এ ঘটনায় আটক জেলেদের নামে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট