নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের বিভিন্ন এলাকার দুস্থ, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সালেহ মোঃ ইসরাইল, সেক্রেটারি আফিুর রহমান জেমস, কোষাধ্যক্ষ মোঃ মহিবুল্লাহ সরদার, কার্যকরি সদস্য মোঃ আরিফুল ইসলাম, শেখ কামরুল ইসলাম, মোঃ হাসানুজ্জামান প্রমুখ। সংগঠনটি ২০১১ সালে গঠিত হয়ে এ পর্যন্ত প্রায় ৬ শতাধিক মুমুর্ষ ব্যক্তিকে রক্ত প্রদান করেছে। এছাড়া বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে সংগঠনটি।
পূর্ববর্তী পোস্ট