শফিকুল ইসলাম॥ আমি কোন জঙ্গি ও সন্ত্রাসীদের এমপি নয়। আমি সাতক্ষীরার শান্তি প্রিয় মানুষের এমপি। জঙ্গি ও সন্ত্রাসীরা দেশ ও জাতির শত্র“। জঙ্গি ও সন্ত্রাসীদের সমূলে নির্মল করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা আর বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে। শুক্রবার বিকেলে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রতিবন্ধী ব্যক্তিপরিচত্র, বয়স্ক ও বিধবাদের ভাতা বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তূলে ধরে আরো বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর ধুলিহর বেতনানদীর উপর সুপারিঘাটা ব্রীজ, ব্রহ্মরাজপুরে মাছখোলা ব্রীজ, সাইক্লোন সেল্টার, ডিবি গার্লস স্কুলের নতুন ভবন নির্মানসহ এলাকার অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। যেখানে বিদ্যুৎ ছিলো না,সেখানে বিদ্যুতের আলো পৌছে গেছে। এসময় ব্রহ্মরাজপুর ইউনিয়নের নতুন ভবন স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, ইউপি মেম্বর এস এম রেজাউল ইসলাম, মোকছুমুল হাকিম, ইউপি মেম্বর মতিয়ার রহমান, নুর ইসলাম মগরেব, রেজাউল করিম মঙ্গল, ভৈরবী বিশ্বাস, মর্জিনা খাতুন, কামরুল ইসলাম, কালিদাশ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব সিরাজুল ইসলাম।
পূর্ববর্তী পোস্ট