দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর ইউনিয়নের ঈদগাহ ব্লকে বারী শরিষা-১৫ এর প্রদর্শনীয় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ঈদগাহ বাজার সংলগ্ন বিলে ২০১৮-১৯ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনীয় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন-অর-রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত ওসমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল। উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন উল্লাহ, স্থানীয় কৃষক নুর ইসলাম, সৈয়দ আলী, আয়ুব আলী প্রমুখ। এসময় স্থানীয় কৃষকদের মাঝে দেশীয় জাতের এবং বারী-১৫ জাতের শরিষার পার্থক্য তুলে ধরেন বক্তারা। যে খানে দেশীয় শরিষা বিঘা প্রতি ৩/৪ মন ফলন হয়। সে খানে বারি-১৫ জাতের শরিষা বিঘা প্রতি ৬/৭ মন ফলন হয়। কম খরচে বেশি উৎপাদন হওয়ায় কৃষকদের উদ্বদ্ধু করা হয়।
দেবহাটার সখিপুরে বারী শরিষার মাঠ দিবস
পূর্ববর্তী পোস্ট