বিনোদন সংবাদ: ভারতে #মিটু আন্দোলনে জোয়ার এসেছিল বলিউড অভিনেত্রী তনুশ্রীর হাত ধরেই। শক্তিমান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে আলোড়ন ফেলেন তনুশ্রী। এ নিয়ে অবশ্য আক্রমণের মুখেও পড়তে হয় তাকে। পাশে পান বলিউডের বহু সতীর্থকে। এছাড়া, বিদেশ থেকেও অনেকে সমর্থন করেন তনুশ্রীকে।
আর সেই কষ্টের কথা শুনতেই এবার ডাক এলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে।
ইন্ডিয়া টুডে জানায়, বস্টনের ম্যাসাচুসেটসের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে আমন্ত্রণ পেয়েছেন ‘আশিক বানায় আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। ১৬ ফেব্রুয়ারি সেখানে ‘ইন্ডিয়া কনফারেন্স ২০১৯’-এর উদ্বোধন হবে। হার্ভার্ড বিজনেস স্কুল ও কেনেডি স্কুলের স্নাতকের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন।
সে অনুষ্ঠানেই #মিটু নিয়ে অভিজ্ঞতার কথা শেয়ার করবেন তনুশ্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই সেকথা জানিয়েছেন তিনি।
এর পাশাপাশি এই অনুষ্ঠানে বক্তা হিসেবে থাকবেন সমাজসেবী অরুণা রায়, সাংবাদিক বরখা দত্ত, পরিচালক এস এস রাজামৌলি এবং রাজনীতিবিদ আসাদউদ্দিন ওয়াইসি।