আসাদুজ্জামান: সাতক্ষীরার তলুইগাছায় সীমান্তে এক যুবলীগ নেতা বাড়ির ছাদের উপর থেকে একটি পাইপ গান, ৯ রাউন্ড গুলি ও ৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করেছে বিজিবি সদস্যরা (বর্ডার গার্ড অব বাংলাদেশ)। মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার দক্ষিন তলুইগাছা সীমান্তের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক যুবলীগ নেতার নাম মাসুদ রানা। তিনি দক্ষিন তলুইগাছা গ্রামের নিজাম আলী সরদারের ছেলে ও বাঁশদহা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক।
তলুইগাছা বিজিবি ক্যাম্প অধিনায়ক সুবেদার অলিউল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাসুদ রানার বাড়িতে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এসময় তার বাড়ির ছাদের উপর থেকে জব্দ করা হয় একটি পাইপ গান, নয় রাউন্ড গুলি ও ৮৮ বোতল ফেন্সিডিল। পরে তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট