নুরনগর প্রতিনিধি : মঙ্গলবার শ্যামনগর উপজেলার নুরনগরের দাসকাটি জোর্দ্দার ভবন সার্বজনীন হরি মন্দির প্রাঙ্গনে রাত্র ব্যপী হিন্দু ধর্মীয় যাত্রা পালা অনুষ্ঠিত হয়েছে। দাসকাটি যুব কমিটি আয়োজিত এই ধর্মীয় যাত্রায় যাত্রা পালা উপস্থাপন করেন খুলনার রাজাপুর তরুণ নাট্য সংঘ। মুল ভুমিকায় অভিনয় করেন যাত্রা নায়ক কুমার দেবু ও যাত্রা নায়িকা বাসন্তী সাহা। ধর্মীয় যাত্রা অনুষ্ঠানকে উপলক্ষ্য করে সন্ধ্যার সাথে সাথে বিভিন্ন রকমারী দোকানপাট যেন এক মিলন মেলার রুপ নেয়। রাতে অনুষ্ঠিত হওয়া এই ধর্মীয় যাত্রায় সকল স্তরের মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। হিন্দু ধর্মালম্বী নারীদের উপস্থিতি ছিল বেশি। রাত্র ৯টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে (ভিখারী ঈশ্বর) নামক যাত্রা পালা অনুষ্ঠিত হয়। হিন্দু সম্প্রদায়ের দেব দেবী সাজে সর্জিত শিল্পীরা তাদের অভিনয়ের নৈপূন্য দিয়ে প্রতিটি দর্শক শ্রোতাকে মুগ্ধ করে তোলে। আলোক সজ্জায় সজ্জিত ষ্টেজে, মনোরম পরিবেশে সকলকে ভক্তি সহকারে এই যাত্রা পালা উপভোগ করতে দেখা যায়। শ্যামনগর থানা পুলিশ ও বি জি বি সহ স্থানীয় প্রশাসনের নজর দারী ছিল অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত। কোন রকম সমস্যা ছাড়াই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজক কমিটি। উক্ত অনুষ্ঠানে বাবু মহাদেব মন্ডলের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন,ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসেন সহ এক ঝাঁক মুক্তিযোদ্ধা। এছাড়া উপজেলা আ”লীগ নেতা ফারুক হোসেন, নুরনগর ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক এস,এম সোহেল রানা বাবু, ইউনিয়ন আ”লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, আ”লীগ নেতা বাবু দেবাশিষ ঘোষ, সাংবাদিক এস এম জাকির হোসেন, সাংবাদিক পলাশ দেবনাথ সহ ইউনিয়ন আ”লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নুরনগরের হিন্দু ধর্মীয় ভক্তিমূলক যাত্রা পালা
পূর্ববর্তী পোস্ট