স্পোর্টস ডেস্ক: হায়দরাবাদ টেস্টের পঞ্চম ও শেষ দিনের শুরুতেই উইকেট হারালো বাংলাদেশ। দিনের তৃতীয় ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরলেন প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আগের দিন শেষ মুহূর্তে জুটি গড়া সাকিব-মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। তবে সমর্থকদের হতাশ করলো সাকিব। দিনের তৃতীয় ওভারেই জাদেজার বলে ক্যাচ দিয়ে ফিরে গেছেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১২২ রান।
হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সোমবার তিন উইকেটে ১০৩ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের পঞ্চম দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ।