দেশের খবর: সৌদি আরবে নির্যাতনের শিকার ও অসুস্থ হয়ে দেশে ফিরলেন ৬০ নারী কর্মী। তাদের অধিকাংশই গৃহকর্মী।
আজ শনিবার (২ মার্চ) সৌদি এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।
সৌদি ফেরত নারী শ্রমিকদের অভিযোগ, তাদের চুক্তি অনুযায়ী বেতন দেওয়া হতো না। করা হতো নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন। এ কারণেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন তারা। এছাড়া সৌদি আরবে নারীদের সঙ্গে দাসীর মত আচরণ করা হয়। সেখানে তাদের কোন স্বাধীনতা নেই। নারীরা সেখানে পুরুষদের ভোগের বস্তু।
এ নিয়ে চলতি বছর এই পর্যন্ত সৌদি থেকে প্রায় পাঁচ শতাধিক নারী শ্রমিক দেশে ফিরে এসেছেন।