তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ্যম্বুলেন্স ও অক্সিজেন না পাওয়ার ফলে এক নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের উত্তর নলতা (ঘোড়াপোতা) গ্রামের মিজানুর রহমান জানান, গত রোববার সকাল ৯টার দিকে তিনি তার অন্তঃস্বত্বা স্ত্রী রাবেয়া খাতুনকে (২০) সন্তান প্রসবের জন্য নলতা মা ও শিশু কল্যান কেন্দ্রে ভর্তি করান। এসময় দ্বায়িত্বে থাকা এফডাব্লুভি দীপাঞ্জলী রাত সাড়ে নয়টার দিকে দু’টি প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে প্রসব বেদনা ওঠায় রাবেয়াকে রাত ১১টার দিকে আবারো নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করানো হয়। সোমবার ভোর ৫টার দিকে রাবেয়া খাতুন একটি পুত্র সন্তান প্রসব করেন। এসময় নবজাতক শিশুটির অবস্থার অবনতি হওয়ায় এফডাব্লুভি দীপাঞ্জলী তাকে কৃত্রিম শ্বাস দেন এবং অক্সিজেন দিয়ে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু নলতা মাও শিশু কল্যান কেন্দ্রে সেসময় অক্সিজেন না থাকায় ও এ্যম্বুলেন্স চালক বাচ্চু মৃধা ভাড়ায় বাহিরের রোগী নিয়ে ঢাকায় যাওয়ায় এ্যাম্বুলেন্স না পেয়ে মিজানুর রহমান তার নবজাতক শিশুটিকে নলতা হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে দেখেন শিশুটির মৃত্যু হয়েছে। এব্যাপারে নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এফডাব্লুভি দীপাঞ্জলী ও সুপ্রীতি স্বর্ণকার জানান অক্সিজেন কয়েকদিন আগে শেষ হয়ে গেছে। এ্যম্বুলেন্স চালক বাচ্চু মৃধা জানান, মাঘুরালী গ্রামের এক বৃদ্ধা মহিলাকে ঢাকায় নিয়ে গিয়েছিলাম। এ্যম্বুলেন্স নিয়ে জেলার বাইরে যাওয়ার কোন নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি এড়িয়ে যান। নলতা মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ প্রবীর কুমার মুখার্জী বলেন, আমাদের চেষ্টার কোন ত্রুতি হয়নি তবে ঘটনাটি দুর্ভাগ্যজনক।

