তালা প্রতিনিধি : তালার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যাপক ইৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ৬৩৭ জন ভোটারের মধ্যে ৫২০ জন ভোটার উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাশ সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তার মধ্যে ৪ নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন মোঃ জিয়াউর শেখ পেয়েছেন ৩৬১ ভোট,শফিউল্লাহ খান ৩৪৯ ভোট মোস্তফা মোড়ল ৩০৮ ভোট এবং তপন কুমার মন্ডল ২৭৫ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচন চলাকালিন সময় নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল রহমান রাজু, খলিলনগন পুলিশ ক্যাম্প কর্মকর্তা মোঃ রমজান আলী প্রমুখ। নির্বাচন কমিশনার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন বলেন, নির্বাচন অবাদ সুষ্ট সুন্দর ও নিরোপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে।
পূর্ববর্তী পোস্ট