আসাদুজ্জামান: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলায় নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ভোটার ও এজেন্টদের কেন্দ্রে যেতে নিষেধ ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগে তুলে ধরে জেলা রিটার্নিং অফিসারের বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
আনারস প্রতিকের স্বতন্দ্র প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন বুধবার দুপুরে এ লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি এ সময় হুমকি-ধামকির ভিডিও ফুটেজও জমা দিয়েছেন।
তিনি তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, নির্বাচনী প্রচার প্রচারণা করার ক্ষেত্রে আমার নেতা-কর্মীরা প্রতিনিয়ত বিভিন্নœ ইউনিয়নে বাধা, বিঘœ ও হুমকির ধামকির সম্মুখিন হচ্ছে। এর মধ্যে অন্যতম ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা। তিনি গত ১৯ মার্চ মঙ্গলবার বিকালে ব্রক্ষ্মরাজপুর বাজারে প্রকাশ্যে এক পথসভায় মাইকে বলেন, যারা নৌকায় ভোট দিবেনা, তাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। এছাড়া প্রতিদিন ধুলিহর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে বাবু সানা লোকজন নিয়ে সাধারন ভোটারদের হুমকি ধামকি প্রদর্শন করে বলছেন, ধুলিহর ইউনিয়নের কোন কেন্দ্রে আনারস প্রতিকের কোন এজেন্ট ঢুকতে দেয়া হবেনা, যারা আনারসে ভোট দিতে যাবে তাদের ভোটের পরে দেখে নেওয়া হবে। এতে অত্র এলাকার সাধারন ভোটাররা ভীতি সন্ত্রস্ত হয়ে পড়েছে। এর ফলে ভোটের পরিবেশ নষ্ট হয়ে পড়ছে। অপরদিকে, একই রকম হুমকি ধামকি দিচ্ছেন লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মৃত মোক্তার সরদারের ছেলে নজরুল ইসলাম।
এমতাবস্থায় তিনি শান্তিপূর্ণ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
তবে, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা তার বিরুদ্ধে আনা অভিযাগের কথা অস্বীকার করে জানান, আমি কোথাও আমার কোন বক্তব্যে এ ধরনের কোন কথা বলি নাই। আমার বিরুদ্ধে কেউ কোন এ ধরনের প্রমাণও দিতে পারবেনা।
এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসার ও সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম মাহমুদুর রহমান জানান, অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।