নজরুল ইসলাম রাজু : পাটকেলঘাটাসহ আশ পাশের এলাকাগুলোতে আমের ভাল ফলনের আশায় মুকুলের পরিচর্যায় কর্মব্যস্ত হয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলের আমচাষীসহ গাছ মালিকেরা। আমের মুকুলে কীটনাশক ঔষধ প্রয়োগ করছেন তারা। কুয়াশার কারণে আমের ভালো ফলন হতে বিমুখ হতে পারেন এমন আশঙ্কায় আগেভাগেই গাছ মালিকরা পরিচর্যায় নেমে পড়েছে।
ইতিমধ্যে পাটকেলঘাটার বিভিন্ন গ্রামের চাষীদেরকে আম গাছে ¯েপ্র করতে দেখা যাচ্ছে। বেশ কয়েকজন স্প্রেরত কৃষকরা জানান, ভালো ফলনের আশায় গাছ মালিকগণ কীটনাশক প্রয়োগের মাধ্যমে পোকামাকড় নিবারণের চেষ্টা অব্যাহত রেখেছেন। আমরা শ্রমের বিনিময়ে গাছে বিশ প্রয়োগ করছি মাত্র। কীটনাশক বিক্রেতা আজিজুল ইসলাম জানান, কৃষি অফিস হতে আমের মুকুলের পরিচর্যা স্বরুপ পোকা দমনের লক্ষ্যে রিপকট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। যা বোতল প্রতি ১’শ টাকা দাম। এক বোতল বিষে ৪/৫ টি গাছে ভালোভাবে স্পে করা সম্ভব। বিভিন্ন গাছ মালিক এবং ব্যবসায়ীরা জানান, এ বছর আম গাছগুলোতে যে পরিমাণ মুকুল ধারণ করে আছে তাতে ভালো ফলন পাব বলে শতভাগ আশাবাদী। অগ্রিম গাছ কেনা আম ব্যবসায়ী আলাউদ্দিন জানান, আগেভাগেই ভালো ফলন পাব বলে নেমে পড়েছি বাগান ক্রয়ে। আশাকরি এবছর আবহাওয়া অনুকূলে থাকলে লাভবান হওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, বর্তমানে আম চাষে রাজশাহীর পরপরই সাতক্ষীরা অঞ্চল খ্যাতি অর্জন করেছে। সাতক্ষীরার আম চাষ বিদেশে রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে এ অঞ্চলের চাষিরা। একারণে এ বছর আম চাষে মুকুলের অবস্থান বুঝে প্রত্যন্ত আম চাষিরা ভালো ফলনের মাধ্যমে অধিক পরিমাণে বৈদেশিক মুদ্র অর্জনে আশাবাদি।
পূর্ববর্তী পোস্ট