নিজস্ব প্রতিবেদক :
জমির শ্রেণি পরিবর্তন করে জমি রেজিষ্ট্রি করে রাজস্ব ফাঁসির অভিযোগে বহিস্কার হওয়া দলিল লেখক মনিরুজ্জামান মনির বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তার তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করা হয়েছে। ১০ মার্চ’২০১৯ তারিখে তথ্য অধিকার বিধিমালা ২০০৯ এর ৮ ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এড. সত্যরঞ্জন মন্ডল সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রারের কাছে আবেদন করেছেন।
আবেদনে তিনি উল্লেখ করেছেন, সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক মনিরুজ্জামান (মনি) সনদ নং- ০৯/২০০৬। তিনি বিগত ২০১৫ সালে দলিল নং ১২৯/১৫, ৯১৩৩/১৫, এবং ৮৬৪২/১৫ এর মাধ্যমে দলিলের শ্রেণি পরিবর্তন করে রেজিষ্ট্রি করেছেন। ফলে সরকার ৪ লক্ষ ৭২ হাজার ৯০৭ টাকার ১৬ পয়সার সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। যা গুরুতর অপরাধ। ওই অপরাধের কারণে দলিল লেখক মনির বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, দলিল লেখক সনদ বাতিল করা হয়েছে কি না, না হলে কেন করা হয়নি? পূর্বে বা পরে ওই দলিল লেখক এধরনের অপরাধ করেছেন কি না? তার দালিলিক প্রমাণসহ ব্যাখ্যা চাওয়া হয়েছে। যা অতিদ্রুত আবেদনকারীর নিকট ডাকযোগে প্রেরণ জন্য অনুরোধ করা হয়েছে।
দলিল লেখক মনির সনদ কেন বাতিল করা হয়নি তার তথ্য চেয়ে আবেদন
পূর্ববর্তী পোস্ট