নিজস্ব প্রতিবেদক :
নির্বাচন পরবর্তী সহিংসতায় এবার মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়ির মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ভাঙ্গল প্রতিপক্ষরা। সোমবার সকালে কলারোয়া উপজেলার কাজীরহাট বহুড়া গ্রামে বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফফার কমান্ডারের বাড়িতে এঘটনা ঘটে। পুলিশ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ভাঙা এবং মারপিটের ঘটনায় একই এলাকার মোবারকের পুত্র আনারস প্রতীকের সমর্থক ওলিয়ার রহমানকে আটক করে।
মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের পুত্র জাহাঙ্গীর হোসেন লিটন জানান, গত ২৪ মার্চ’১৯ তারিখে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের জয় নিশ্চিতের পর নৌকা প্রতীকে কাজ করার অভিযোগে ওইদিন সন্ধ্যায় এলাকার চিহ্নিত রাজাকার আব্দুর রাজ্জাকের পুত্র শফির নেতৃত্বে তার ভাই সোহরাব, মোবারকের পুত্র রিপন, ওলিয়ার, তাছের আলীর পুত্র হাবিবুর রহমান, লুৎফুর রহমানের পুত্র লিটন ও জয়নুদ্দিনের পুত্র জালালসহ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ বাহিনী তাদের বাড়িতে হামলা চালায়। সে সময় বাড়ির পুরুষরা সকলেই বাড়ির বাইরে থাকায় এসময় তারা ছালেহা খাতুন ও পুত্রবধূদের লাটিসোটা দিয়ে বেদম মারপিট করে এবং শ্লীলতাহানি ঘটায়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা চলে যায়। স্থানীয়দের তাদের উদ্ধার কলারোয়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হওয়ায় আহতদের কলারোয়া স্বাস্থ্যকমপ্লেক্স সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরদিন সোমবার সকালে লিটন বাড়িতে গেলে উল্লেখিত ব্যক্তিরা তার উপর হামলা চালায়। এছাড়া তার বাড়িতে থাকা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকটি ভেঙে গুড়িয়ে দেয়। এঘটনায় ওইদিন মুক্তিযোদ্ধা আব্দুল গফফার বাদী কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলা আমলে নিয়ে ওলিয়ার রহমানকে আটক করে।
কলারোয়ায় মুক্তিযোদ্ধা পরিবারকে মারপিট আটক-১
পূর্ববর্তী পোস্ট