তরিকুল ইসলাম লাভলু : কালিগঞ্জের নলতা ইউনিয়নের কাজলায় তুঘলকি কান্ড ঘটেছে। কাঁচা রাস্তা দেখিয়ে দিনেদুপুরে সরকারি রাস্তার ইট তুলে বিক্রি হয়ে গেছে। কাজলা হাটখোলা থেকে উত্তর কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১ কিঃমিঃ রাস্তার ইট তুলে ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিসের সুপারভাইজার কাশিবাটি গ্রামের আশিষ কুমার ও পুলক মন্ডলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তারা দুজন আবার সম্পর্কে শালা বোনাই।
জানা যায়, কজিলা করিমপাড়ের গ্রামের বাড়ীর পিছনের রাস্তা এটি। ভবিষ্যতে একটি বাজেট পাওয়ার জন্য এবং কাঁচা রাস্তা দেখানোর জন্য সুপারভাইজার আশিষ ও পুলক মন্ডল যৌথভাবে এ কাজ করেছে। রাস্তার কোন টেন্ডারই হয়নি।
সরেজমিনে জানা যায়, প্রায় ১ কিঃ মিঃ এ রাস্তার ইট কাজলা হাটখোলার মারিয়া স্টোরের মালিক মনিরুলের কাছে বিক্রি হয়েছে। মনিরুলের ভাই দোকানদার আনারুল ইসলাম জানান, আমাদের কাছে পুলক মন্ডল ও আশিষ ইট গুলো বিক্রি করেছে। আমরা বাড়ীর কাজে ব্যবহারের জন্য খোয়া তৈরিতে ইটগুলো কিনেছি।
এবিষয় উপজেলা প্রকৌশলীর কাছে জানালে, তিনি বলেন, বিষয়টা আমাকে জানানোর জন্য ধন্যবাদ। আমি এর কিছুই জানতাম না। যেহেতু এখন জেনেছি, অবশ্যই ব্যবস্থা নেব। তবে, এবিষয় তাদের কাছে জানার চেষ্টা করলেও যোগাযোগ না পাওয়ায় সম্ভব হয়নি। এদিকে সরকারি রাস্তার ইট তুলে বিক্রি করাতে ঐ গ্রামবাসীর দুর্ভোগ পোহাতে হবে সামনের বর্ষাকালে।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে বিভিন্ন গুঞ্জনের সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চায় সচেতন মহল।