বিদেশের খবর: কাশ্মীর সীমান্তে আবার নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে অন্তত তিনজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
আজ মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানের আর্মি মিডিয়া উইং- ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে।
আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে, রাওয়ালকোট সেক্টরের লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে রাকছরি নামক স্থানে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে ভারতীয় বাহিনী। এতে পাকিস্তানের তিন বীর সেনা নিহত হয়েছে।
আইএসপিআর বলছে, ওই ঘটনায় আরো এক পাকিস্তানি সেনা আহত হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

