কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটার পল্লীতে এক প্রতিবন্ধী অসহায় পরিবারকে ঘরবাড়ি ভেঙ্গে উচ্ছেদের পায়তারা করছে হাদীপুর কাহার পাড়া এলাকার মৃত নন্দ সরকারের ছেলে ঝন্টু সরকার নামের এক ব্যক্তি। উপজেলার হাদীপুর কাহার পাড়া গ্রামে বুধবার সকালে ঐ অসহায় পরিবারের ঘরবাড়ি ভেঙ্গে তাদেরকে উচ্ছেদের অপচেষ্টা চালায় ঝন্টু সরকার। ঘটনায় প্রকাশ, ঝন্টু সরকারের বড় ভাই সাধন সরকার গত প্রায় ৫/৬ বছর পূর্বে মৃত্যুবরন করলে তাদের তার স্ত্রী আরতি সরকার, তার ৩ ছেলে কার্তিক সরকার, ভোলা সরকার ও দৃষ্টি প্রতিবন্ধী অনন্ত সরকার তাদের দীর্ঘদিন দখলকৃত সম্পত্তিতে ঘরবাড়ি বানিয়ে বসবাস করে আসছে। কিন্তু তাদের ঐ দখলকৃত সম্পত্তিটুকু জোরপূর্বক দখলে নিতে ঝন্টু সরকার দীর্ঘদিন নানারকম পায়তারা চালায়। একপর্যায়ে গত সোমবার ্ঝন্টু ঐ দখলকৃত সম্পত্তিতে জোরপূর্বক দখল করতে গেলে নওয়াপাড়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আসমাতুল্লা গাজী আসমান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ঝন্টুকে বাধা প্রদান করেন এবং শুক্রবার শালিশের দিন ধার্য করেন। সেদিন ঝন্টু ঐ সম্পত্তি দখলে নিতে ব্যর্থ হলে বুধবার সকালে আবারো জোরপূর্বক ঐ ঘরবাড়ি ভেঙ্গে ফেলে এবং দখলে নেয়ার অপচেষ্টা চালায়। খবর পেয়ে ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আসমাতুল্লা গাজী আসমান, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্য মুজিবর রহমান ও ইউপি সচিবসহ স্থানীয় মানুষজন হাজির হলে ্ঝন্টুর দখল অপচেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ঐ প্রতিবন্ধী অসহায় পরিবারটি ভীতিকর অবস্থায় আছে। তবে স্থানীয় সূত্রে জানা যায়, ঝন্টু জমিজমা বিক্রি করে ভারতে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। ঐ পরিবারটির দখলকৃত জায়গাটিও সে বিক্রি করেছে, যার কারনে সে ঐ প্রতিবন্ধী পরিবারটিকে উচ্ছেদের অপচেষ্টা করছে। বর্তমানে ঐ অসহায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। তাদের সহযোগীতার জন্য ঐ পরিবারটিসহ স্থানীয় সচেতন মহল প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করেছেন। ঝন্টু এ ব্যাপারে সাংবাদিকদেরকে জানান, তিনি ঘর ভাঙ্গতে চাননি। তিনি অন্য স্থানে তার বৌদিদের ঘর তৈরী করে দেবেন। তবে এ ব্যাপারে ইউপি সদস্য আসমাতুৃল্লা গাজী আসমান জানিয়েছেন, এই পরিবারটি দীর্ঘ ১৫ বছর যাবৎ এখানে ঘর বেধে বসবাস করছেন। এই বিধবা মহিলার একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে এবং তারা অনেক অসহায় দীনহীন। তাই তাদেরকে সহযোগীতার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
দেবহাটার পল্লীতে এক প্রতিবন্ধী পরিবারকে উচ্ছেদের পায়তারা
পূর্ববর্তী পোস্ট