নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে। গত ১৮ এপ্রিল শ্যামনগরের কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মার্কেট এডজ কোম্পানী লিমিটেড, ঢাকা ও ড্রাগ ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড, Giving Hope A Little Child’s Future, CSR Program এর আওতায় ইউনিভার্সাল চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশ এর বাস্তবায়নে ১৭৯ জন ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ দেওয়া হয়। শ্যামনগর উপজেলার ৫টি ইউনিয়নে ৭৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনী থেকে ৫ম শ্রেণি পর্যন্ত গরীব ও অসহায় সুবিধা বঞ্চিত ৩ হাজারের অধিক শিক্ষার্থীকে পর্যায়ক্রমের এ সুবিধা আওতায় আসবে। অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অচিন্ত্য কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি মার্কেট এডজ কোম্পানী লিমিটেড, ঢাকা সিনিয়র স্পেশালিষ্ট শেখ ইমরান হোসেন, বিশেষ অতিথি হিসাবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আঃ মাজেদ, ইউপি সদস্য ফজলুল হক, প্রধান শিক্ষক কে,এম আশরাফ আলী, প্রধান শিক্ষক সরোজ কুমার রায়, ইউনিভার্সাল চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশ এমবি মোঃ আমিনুর রহমান, ড্রাগ ইন্টারন্যাশনাল লিঃ প্রতিনিধি আঃ হান্নান প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আইয়ুব আলী।
শ্যামনগরে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
পূর্ববর্তী পোস্ট