বিদেশের খবর: কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে মাটিধসে বাড়ি-ঘর বিধ্বস্ত হয়ে ৩৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উদ্ধারকারী এতথ্য জানিয়েছেন।
দেশটির
দুর্যোগ ও ঝুঁকি সংস্থা জানায়, দুর্ঘটনার পাঁচদিন পর অজ্ঞাত আরো মরদেহ
উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা বিধ্বস্ত বাড়ি-ঘর থেকে মাটি সরানোর পর
রজাস এলাকার একটি বাড়ি থেকে ২৮ জন বয়স্ক ও ৫ শিশুর মরদেহ উদ্ধার করেছে।
মধ্য
মার্চ মাস থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের মৌসুমে এটাই সবচেয়ে বড় ধরনের
মাটিধসের ঘটনা। দুর্ঘটনায় জিরারডো টরেস (৫০) নামে এক ব্যক্তি তার পরিবারের
১৩ জন সদস্যকে হারিয়েছেন। মাটিধসের কারণে কলম্বিয়ার প্রতিবেশি দেশ
ইকুইডোরের সাথে গুরুত্বপূর্ণ মহাসড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। গত
রবিবার দেশটির ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট মাটিধসে
৮টি বাড়ি ধসে যায়।
কলম্বিয়ায় মাটিধসে নিহত ৩৩
পূর্ববর্তী পোস্ট