আবু ছালেক : বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বাংলাদেশ  পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি খুলনা জেলার বার্ষিক সাধারন সভা হোটেল  সিটি ইন লি: বা পু স খুলনা জেলা  ও    বিভাগীয় কমিটির সভাপতি মো: আলমগীরের  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসাবে  উপস্হিত থেকে বক্তব্য রাখেন বা পু স কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আরিফ  হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন বা পু স কেন্দ্রীয়  কমিটির সহসভাপতি শ্যামল পাল,    শরিফ উল আলম, কাজি আমিনুল হক, পরিচালক  শামসুল ইসলাম (বাহার),  নীতি মালা স্ট্যান্ডিং কমিটি বা পু স কেন্দ্রীয়  আহবায়ক কাজী জহুরুল ইসলাম বুলবুল, সাতক্ষীরা জেলার যুগ্ন আহবায়ক মো: আবু  ছালেক, খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক রহমত আলী ,বাগের হাট জেলার   ইমরুল কায়েস,মফিজুল ইসলাম, লাভলু হোসেন সহ ষশোর জেলা, কুষ্টিয়া জেলা,নড়াইল  জেলা,মেহেরপুর, সহ খুলনা বিভাগের সকল জেলার নের্তৃ বৃন্দ।অনুষ্ঠানে পবিত্র  কোরআন তেলয়াত করেন ইকরামুল হক, গীতা পাঠ করেন রতন কুমার নাথ,খুলনা জেলার  সকল সদস্য সহ খুলনা বিভাগের সকল জেলার কর্মকর্তা সহ সাতক্ষীরা জেলার আহবায়ক  সাইফুল ইসলাম বাবু, ও মিলন আহম্মেদ উপস্হিত ছিলেন।  

