বিদেশের খবর: একজন বলিউডের দক্ষ অভিনেতা। অপরজন পর্ন দুনিয়া থেকে এসে নিজের দক্ষতায় বলিউডে নিজের পরিচয় তৈরি করেছেন। একজন লোকসভায় বিজেপি প্রার্থী। অপরজনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তবুও দুই জনকেই একসূত্রে বেঁধে ফেলল পাঞ্জাবের কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্য।
আসন্ন লোকসভা নির্বাচনে পাঞ্জাবের গুরুদাসপুরে বিজেপি প্রার্থী করেছে জনপ্রিয় অভিনেতা তথা ধর্মেন্দ্রর বড় ছেলে সানি দেওলকে। আর তাকে কটাক্ষ করতে গিয়ে সানি লিওনের নাম তুলে বিতর্কে জড়ালেন হোশিয়ারপুরের কংগ্রেস প্রার্থী তথা দলের নেতা রাজকুমার ছাব্বেওয়াল।
তার কথায়, সানি দেওল বা সানি লিওন কেউই পাঞ্জাবে কংগ্রেস ঝড়কে রুখতে পারবেন না। গুরুদাসপুরে সানি দেওলের বিপক্ষে সুনীল ঝাকারকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে কংগ্রেস। গুরুদাসপুরের এই লড়াইয়ের প্রসঙ্গেই রাজকুমার বলেন, ‘নরেন্দ্র মোদি সরকার পুরোপুরি ব্যর্থ। এমনকি পাঞ্জাবের তিনটি আসনে তারা প্রার্থী দিতেও পারেনি। ওরা সানি দেওলকে গুরুদাসপুর থেকে প্রার্থী করেছে। বিজেপি সানি দেওলকে আনুক বা সানি লিওনকে, কেউই পাঞ্জাবে কংগ্রেস ঝড়ের সামনে দাঁড়াতে পারবেন না।’
এদিকে, সানি দেওলকে বিঁধেছেন তাঁর প্রতিপক্ষ সুনীল ঝাকারও। সুনীলের মতে, যে কেন্দ্র থেকে সানি দেওল প্রার্থী হয়েছেন, সেই কেন্দ্র সম্পর্কে কিছুই জানেন না বলিউডের এই অভিনেতা। তিনি বলেন, ‘রাজনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা সময় নষ্ট করার জায়গা নয়। সাধারণ মানুষ বুঝতে পারছে সানি দেওল কেবল সিনেমাতেই সীমাবদ্ধ। জনসাধারণের সঙ্গে যখনই তিনি কথা বলছেন, তখনই তারা আসল সানি দেওলকে চিনতে পারছেন।’ ধর্মেন্দ্র পুত্রের ছোট ছোট বক্তৃতা নিয়ে সুনীলের কটাক্ষ, ‘উনি তো বক্তৃতা রাখছেন না, কেবল নিজের সিনেমার ডায়লগ বলছেন।’